IQNA

বৌদ্ধ ভিক্ষুকে অপমান করার অভিযোগে সাংবাদিকের বিচার

19:15 - March 10, 2017
সংবাদ: 2602685
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ইসলাম বিদ্বেষী বৌদ্ধ ভিক্ষু ''অশীন ভিরাছু'কে অপমান করার মিথ্যা অভিযোগে 'মিয়ানমার ক্যারিয়ার' সংবাদপত্রের সিনিয়র সাংবাদিক 'সুয়ী ভিয়েনে'র বিচার করা হবে।
বৌদ্ধ ভিক্ষুকে অপমান করার অভিযোগে সাংবাদিকের বিচার
বার্তা সংস্থা ইকনা: ইসলাম বিদ্বেষী বৌদ্ধ ভিক্ষু ''অশীন ভিরাছু'কে অপমান করার মিথ্যা অভিযোগে 'মিয়ানমার ক্যারিয়ার' সংবাদপত্রের সিনিয়র সাংবাদিক 'সুয়ী ভিয়েনে'র নামে সেদেশর বিচার বিভাগে গত বুধবার (৮ মার্চ) অভিযোগ করা হয়েছে।
সুয়ী ভিয়েন ফেসবুকে তার ব্যক্তিগত পেজে লিখেছেন: "এক মুসলিম আইনজীবীর হত্যাকারীকে অভিনন্দন জানিয়ে অশীন ভিরাছু সন্ন্যাসী নিয়ম লঙ্ঘন করেছে এবং তাকে সন্ন্যাসী (ভিক্ষু) হিসাবে আর গণ্য করা হবে না।"
তিনি লিখেছেন, "আমরা সকলে জানি অশীন ভিরাছু প্রকাশ্যে মুসলিম আইনজীবী 'ইয়ু কু নি'র হত্যাকারীকে অভিনন্দন জানিয়েছে এবং অপরাধীকে সমর্থন করার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি।"
মিয়ানমারের 'মা বা ছা' নামক মৌলবাদী জাতীয়তাবাদী সংগঠনের নেতা অশীন ভিরাছু। ম্যান্ডেলা শহরের কোর্টে 'মিয়ানমার ক্যারিয়ার' সংবাদপত্রের সিনিয়র সাংবাদিক 'সুয়ী ভিয়েনে'র বিরুদ্ধে অভিযোগ করেছিল।
৬৩ বছরের মুসলিম আইনজীবী 'ইয়ু কু নি' ২৯শে ফেব্রুয়ারি 'রেঙ্গুন' শহররে আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসীর গুলিতে নিহত হন।
iqna




captcha