IQNA

কিভাবে জমিন মৃত্যুর পর আবারও জীবন্ত হবে?

22:37 - May 16, 2017
3
সংবাদ: 2603102
ইমাম বাকের(আ.) বলেছেন: পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, «اعْلَمُوا أَنَّ اللَّهَ يُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا» মহান আল্লাহ জমিনকে মৃত্যুর পর আবারও জীবন্ত করবেন। এর অর্থ হচ্ছে ইমাম মাহদীর ন্যায়পরায়ণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে জুলুমে পরিপূর্ণ হয়ে মৃত বিশ্ব পুনরায় জীবন্ত হবে।
কিভাবে জমিন মৃত্যুর পর আবারও জীবন্ত হবে?

বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.) বলেছেন: ولو قد قائمونا لانزلت السماء قطرها و لاخرجت الارض نبتها আমাদের কায়েম যখন কিয়াম করবে তখন আকাশ উদারভাবে বৃষ্টি দিবে এবং মাটিও উদারভাবে ফসল দান করবে (বিহারুল আনওয়ার ১০তম খণ্ড, পৃ.-১০৪, খিসাল ৬২৬)৷

ইমাম বাকের (আ.) বলেছেন: تطوی له الارض و نظهر له الکنوز ভূমি পেঁচিয়ে উঠবে এবং তার মধ্যে লুকাইত সকল সম্পদ প্রকাশিত হবে (কামালুদ্দিন ১ম খণ্ড, বাব ৩২, হাঃ ১৬, পৃ.-৬০৩)৷

ইমাম বাকের (আ.) আরও বলেছেন: اذا قام قائم اهل البيت قسم بالسوية و عدل فی الرعية রাসূল (সা.)-এর আহলে বাইতের কায়েম যখন কিয়াম করবেন সম্পদের সঠিক বণ্টন করবেন এবং সবার সাথে ন্যায়ভিত্তিক আচরণ করবেন (গাইবাতে নোমানি, বাব ১৩, হাঃ ২৬, পৃ.-২৪২)৷

ইমাম মাহদীর (আ.) সময়ে সাম্য ও সৌহার্দ প্রতিষ্ঠিত হবে এবং সকলেই তাদের ঐশী ও মানবিক অধিকার প্রাপ্ত হবে৷ আর এভাবেই অন্যায় অত্যাচারে মৃত পৃথিবী পুনরায় জীবন্ত হবে তথা জীবন খুঁজে পাবে।

হ্যাঁ তিনি ন্যায়বিচারকে তার বিপ্লবের মূলমন্ত্র করেছেন। কেননা, ন্যায়বিচার হচ্ছে মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রাণ এবং ন্যায়পরায়ণতা ব্যতীত পৃথিবী ও তার অধিবাসীরা প্রাণহীন মানুষ যাদেরকে কেবল জীবিত মনে করা হয়ে থাকে। ইমাম কাযিম (আ.) নিম্নলিখিত আয়াতের তাফসীর সম্পর্কে বলেছেন: اعْلَمُوا أَنَّ اللَّـهَ يُحْيِي الْأَرْ‌ضَ بَعْدَ مَوْتِهَا قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

এ আয়াতের অর্থ এই নয় যে, আল্লাহ জমিনকে পানি দিয়ে জীবিত করেন বরং তিনি এমন ধরনের মহাপুরুষদেরকে প্রেরণ করেন যারা ন্যায়পরায়ণতাকে জীবিত করেন। অতঃপর (সমাজে) ন্যায়বিচার জীবিত হওয়ার মাধ্যমে জমিন জীবিত হয়।

জমিন জীবিত হওয়া বলতে বোঝানো হয়েছে যে, ইমাম মাহদীর (আ.) ন্যায়বিচার হচ্ছে সর্বজনীন ন্যায়বিচার যা কোন নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়।
প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
ulghhuyb
0
0
20
gffalmtr
0
0
20
whjcjvlj
0
0
20
captcha