IQNA

ইমাম হুসাইন (আ.)এর মাযারে শোকের পতাকা + ছবি

23:46 - September 11, 2018
সংবাদ: 2606688
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মুহররম মাস উপলক্ষে ইরাকের জনগণ প্রতি বছর নাজাফ ও কারবালায় কালো কাপড় দিয়ে সাজিয়ে শোকের এই মাসকে স্বগত জানায়।

আফগানিস্তানে তালেবানের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৬০ সদস্য নিহত

বার্তা সংস্থা ইকনা: প্রতি বছরের ন্যায় এ বছরেও মুহররম মাসরে শুরুতে ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আহলে বায়েত (আ.)এর লাখ লাখ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পরপর ১৪ বছর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশের শিয়ারা সেদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিমণ্ডলীর সাথে সাইয়্যেদুশ শোহাদা এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উত্তোলনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠান গতকাল (১০ম সেপ্টেম্বর) সন্ধ্যায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে বক্তৃতা পেশ করেন ইমাম হুসাইন (আ.)এর মাযারের সাংস্কৃতিক বিষয়গুলির উপদেষ্টা এবং তথ্য কর্মকর্তা।
এদিকে ইরাকের নাজাফ শহরে আমিরুল মুমিনিন আলী (আ.)এর পবিত্র মাযারেও শিয়াদের উপস্থিতিতে শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়। মুহররম মাসের আগমনে প্রথম ইমাম হযরত আলী ইবনে আবু তালিব (আ.)এর মাযারে শিয়ারা উপস্থিত হয়ে সমবেদনা প্রকাশ করেন।
নাজাফে এই পতাকা পরিবর্তনের অনুষ্ঠানটিও পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কুরআন তিলাওয়াত করেন ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের বিশিষ্ট ক্বারি হায়দার মিয়ালী। এছাড়াও জিয়ারতে আমিরুল মুমিনিন (আ.) পাঠ করেন হানী মুসাভী।
iqna

 

captcha