IQNA

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে

3:22 - September 13, 2018
সংবাদ: 2606701
পবিত্র কুরআনের আয়াতের বর্ণনা অনুযায়ী প্রত্যেক জীবকেই এ পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ এ পৃথিবীর কোন মানুষ এমনকি প্রাণীই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না।
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত আয়াতুল্লাহ রুহাল্লাহ কারাহি গতকাল এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: আল্লাহর ওলী, মু’মিন ও খোদাভীরু ব্যক্তিরা কখনও বাতিল ও অন্যায়ের কাছে মাথা নত করে না। বরং তারা একমাত্র আল্লাহকে ভয় করে এবং আল্লাহ যা কিছু থেকে বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকে দূরে থাকে। মৃত্যু ও মৃত্যু ব্যক্তিকে কখনও ঈমানদাররা ভয় পায় না; কেননা মৃত্যুর সকলের জন্য নির্ধারিত, নির্দিষ্ট সময়ে এবং স্থানে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যু ব্যক্তিও কখনও ভয় পাবার কোন জিনিস নয়; কেননা একজন মৃত্যু ব্যক্তি প্রাণহীন এবং তার পক্ষে কারও কোন ক্ষতি করার ক্ষমতা নেই; সে নিজেও অক্ষম। কিন্তু তথাপিও একশ্রেণীর ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে বা মৃত ব্যক্তি শরীরকে জীবিত কোন শক্তিশালী ও ক্ষমতাবান ব্যক্তির চেয়েও বেশি ভয় পেয়ে থাকে; এটা সত্যিও আশ্চর্যের বিষয়।

তিনি আরও বলেন: গুনাহ ও অন্যায় কর্ম থেকে বিরত থাকা সর্বাবস্থায় উত্তম ও কাঙ্ক্ষিত। সেটা মৃত্যুর ভয়ে হোক অথবা জাহান্নামের আজাবের ভয়ে হোক না কেন। আমাদের সমাজে অনেকের আছেন যারা মৃত্যুর ভয়ে গুনাহ ও নাফরমানি থেকে বিরত থাকে; অবশ্য এটা মোটেও দোষনীয় নয়; বরং সমীচীন বটে।

captcha