IQNA

নাইজেরিয়ার জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

22:54 - January 07, 2019
সংবাদ: 2607700
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ৩৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সেদেশের গাম্বা শহরে অনুষ্ঠিত হয়েছে।

বর্তা সংস্থা ইকনা: এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেদেশের ধর্মীয়, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিমণ্ডলী উপস্থিত ছিলেন।
৩৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান মুহাম্মাদ ইয়লু বলেছেন, নাইজেরিয়ার ৩৫টি প্রদেশ থেকে মোট ৩৪৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
উসমানিউ ডানফোরটি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারে ৩৩তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর অনুবাদ সহকারে হেফজ বিভাগে একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন। উক্ত প্রতিযোগিতায় নারীদের মধ্যে শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন আদাভামা প্রদেশের যায়নাব মুহাম্মাদ পারিস এবং ছেলেদের মধ্যে শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন ইউবা প্রদেশের তিজানা ঘুনী।
শীর্ষ স্থানে উত্তীর্ণ এই দুইজনকে ৫০ হাজার নাইরা (নাইজেরিয়ার মুদ্রা) প্রদান করা হয়েছে। এছাড়াও সৌদি আরব ও কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই দুই জনকে প্রেরণ করা হবে।
iqna

 

captcha