IQNA

কায়রোর গির্জায় বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়া জানালো আল-আজহার

23:19 - January 08, 2019
সংবাদ: 2607705
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আল-আজহার ইসলামী কেন্দ্র এক বিবৃতিতে সেদেশর রাজধানী কায়রোর পূর্বাঞ্চলীয় "নাসার" নামক মিনিটাউনের গির্জার ভবনে বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরীয় নিরাপত্তা উৎস বলেছে: শনিবার কায়রোর পূর্বাঞ্চলীয় "নাসার" মিনিটাউনের আজাবাত আল-হাজানা এলাকার আবু সুফিয়ান চার্চের ভিতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বোমা বিস্ফোরণের ফলে মিশরের বিস্ফোরক অপসারণ বিশেষজ্ঞ মোস্তফা ওবাইদ নিহত হয়েছেন।
এই বিষয়ে মিশরের জাতীয় টেলিভিশন চ্যানেল ঘোষণা করেছে, কায়রোতে পূর্বাঞ্চলের একটি গির্জার কাছে একটি বোমা নিষ্ক্রিয় করার সময় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও এসময় পুলিশের অপর দুই সদস্য আহত হয়েছেন।
এদিকে আল-আজহার এক বিবৃতিতে ঘোষণা করেছে, ইবাদতের স্থান এবং নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু করে এধরণের হমালা চালানো একটি অপরাধমূলক কাজ। এধরণের কাজ ধর্মীয় শিক্ষার বিরোধী ও পরিপন্থী।
আল-আজহার সন্ত্রাসবাদ মোকাবেলায় সকল সরকারি প্রতিষ্ঠানের সাথে তার একাত্মতার ঘোষণা দিয়ে বলেছে, সন্ত্রাসীরা এই কাজের মাধ্যমে খ্রিস্টান ভাইদের উৎসব বিনষ্ট করতে চেয়েছে।
মিশরীয় কাপটিক চার্চ এক বিবৃতিতে গির্জায় বোমা বিস্ফোরণের ফলে মিশরের পুলিশ অফিসারের নিহত হওয়ার জন্য সমবেদনা জানিয়েছেন। এছাড়াও এই বিবৃতিতে মিশরীয় পুলিশ ও নিরাপত্তা সংস্থার সমন্বিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে।
মিশরীয় অর্থোডক্স চার্চের মুখপাত্র বলেছেন: নাসার শহরের গির্জার সামনে বোমা বিস্ফোরণ ঘটেছে। সন্ত্রাসীরা এর মাধ্যমে কাপটিক গোত্রের নেতাকে হত্যা করতে চেয়েছিল।
iqna

 

captcha