IQNA

প্রশাসনিক ও অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ

কারবালার গভর্নরকে বরখাস্ত করা হয়েছে

20:24 - January 09, 2019
সংবাদ: 2607712
আন্তর্জাতিক ডেস্ক: কারবালার প্রাদেশিক কাউন্সিল গতকাল উক্ত প্রদেশের গভর্নরকে বরখাস্ত করার জন্য রায় দিয়েছে। কারবালার গভর্নরের বিরুদ্ধে জাতীয় কোষাগারের অপব্যয় এবং প্রশাসনিক ও অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: কারবালার প্রাদেশিক কাউন্সিলের সদস্য মুহাম্মাদ তালেকানি এক বিবৃতিতে বলেন: এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য গতকাল (৮ম জানুয়ারি) এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রাদেশিক কাউন্সিলের সকল সদস্যদের নিকট হতে রায় গ্রহণ করা হয়েছে। অধিকাংশ সদস্য কারবালার গভর্নর আকিল আত- তারিহিকে বরখাস্ত করার পক্ষে রায় দিয়েছেন।

কারবালার গভর্নরের বরখাস্তের কারণ হিসেবে তিনি বলেন: বেশ কয়েকটি পরিপন্থী কাজের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। বিশেষ করে তার বিরুদ্ধে প্রতারণা, দুর্নীতি, জাতীয় কোষাগারের অপব্যয় এবং প্রশাসনিক ও অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও কারবালায় ইমাম হুসাইন ও হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষরাও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

কারবালার প্রাদেশিক কাউন্সিলের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে আকিল আত-তারিহি বলেন: "আমি সংবিধানের এই প্রক্রিয়াকে সম্মান করি। কারবালা ও ইরাকের সেবা করার জন্য কোন পোস্ট ও গুরুত্বপূর্ণ স্থানের প্রয়োজন নেই।

উল্লেখ, আকিল আত-তারিহি ইসলামিক প্রজাতন্ত্র অফ ইরাক পার্টির সাথে যুক্ত রয়েছে এবং নুরি আল মালিকির ঘনিষ্ঠজন। এর পূর্বে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেছেন।

iqna

 

captcha