IQNA

লেবাননে দায়েশ এবং আহরার আশ-শামের ২৭ জন সদস্যের বিচার

20:34 - February 09, 2019
সংবাদ: 2607908
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সামরিক বিচার বিভাগীয় তদন্ত কমিটি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং আহরার আশ-শামের ২৭ জন সদস্যের বিচারের জন্য সেদেশের সামরিক আদালতে হস্তান্তর করেছে।

বার্তা সংস্থা ইকনা: লেবাননের সামরিক আদালত অতি শীঘ্রই এই ২৭ জন সন্ত্রাসীর বিচারকার্য শুরু করবে।

লেবানন আহরার আশ-শামকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অবিহিত করেছে এবং এই দলের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। আহরার আশ-শামের সন্ত্রাসীরা সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। গ্রেফতারকৃত ২৭ জনের মধ্যে ২৫ জন আহরার আশ-শামের সদস্য।

অপর দুই জন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সদস্য। এই সন্ত্রাসী গোষ্ঠী বিগত কয়েক বছর ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীমুলক কার্যক্রম চালিয়ে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে। iqna

 

 

captcha