IQNA

সৌদি আরবে প্রতিবন্ধী শিশুদের জন্য কুরআন প্রতিযোগিতা

21:06 - February 09, 2019
সংবাদ: 2607909
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে প্রতিবন্ধী শিশুদের জন্য ২৩তম কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান আজ (শনিবার) শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: “বাদশাহ সুলতান বিন সালমান অ্যাওয়ার্ড” শিরোনামে অনুষ্ঠিত উক্ত কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু জামিয়াত বোর্ডের চেয়ারম্যান এবং সৌদি আরবের উলামা বোর্ডের সদস্য শেইখ সালেহ আল-ফাওজান উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার সচিব আব্দুল আজিজ আল সাবিহিন বলেন: এই প্রতিযোগিতায় সৌদি আরব ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশসমূহের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, দাতব্য ও কুরআনিক ইন্সটিটিউটের ৯৬ জন শিক্ষার্থী একে-অপরের সঙ্গে প্রতিযোগিতা করবেন। উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠান ছেলে এবং মেয়েদের জন্য দুইটি পৃথক বিভাগে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন: “বাদশাহ সুলতান বিন সালমান অ্যাওয়ার্ড” কুরআন প্রতিযোগিতায় ৫২ জন ছেলে এবং ৪৪ জন মেয়ে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মোট ১৫৫ জন শিক্ষার্থী নিজেদের নাম নিবন্ধন করেছিল। কিন্তু চূড়ান্ত পর্বের জন্য ৯৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
iqna

 

captcha