IQNA

রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে বললেন ইরানের প্রেসিডেন্ট

19:37 - March 09, 2019
সংবাদ: 2608090
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদেরকে যত দ্রুত সম্ভব নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজ (শনিবার) তেহরানে নিযুক্ত মিয়ানমারের নয়া রাষ্ট্রদূত মুকিও উংগ প্রেসিডেন্ট রুহানির কাছে পরিচয়পত্র হস্তান্তর করতে গেলে তিনি এসব কথা বলেন।
এ সময় রুহানি বলেন, ইরান ও মিয়ানমারের মধ্যে সম্পর্ক উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। দুই দেশ কারিগরি, প্রকৌশল, বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে পারে।
এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত দাবি করেন, তারা দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন এবং রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ নিয়েছেন।
মুকিও উংগ আরও দাবি করেন, তার সরকার রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সব ধরণের চেষ্টা চালিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতায় সই করেছে। iqna

captcha