IQNA

ইরানের বিচার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন রায়িসি

18:22 - March 11, 2019
সংবাদ: 2608102
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিচার বিভাগের নতুন প্রধান হুজ্জতুল ইসলাম ইব্রাহিম রায়িসি ইসলামি বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবেলায় বিচার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানের বিচার বিভাগের সাবেক প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানির স্থলাভিষিক্ত হওয়া রায়িসি আজ সোমবার বলেন, গত মাসে ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী পালনের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বিপ্লবের দ্বিতীয় পর্যায়ের যে রোডম্যাপ ঘোষণা করেছেন তার ভিত্তিতে বিচার বিভাগ নতুনভাবে ঢেলে সাজানো হবে।

তেহরানে অনুষ্ঠিত এক অভিষেক ভাষণে রায়িসি বলেন, জরিপের মধ্য দিয়ে এ তথ্য উঠে এসেছে যে বিচার ব্যবস্থাপনা নিয়ে জনগণের মধ্যে এখনো উদ্বেগ আছে। তাদের প্রধান দাবি হচ্ছে, আগের চেয়ে আরো বেশি মাত্রায় ন্যায় বিচার পাওয়া। তাই বিচারের ক্ষেত্রে যে পরিবর্তন আসছে তা বিপ্লবের দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য-উদ্দেশ্যে বাস্তবায়নকে ঘিরেই করা হবে। তিনি বলেন, বিপ্লবের এ লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রধান তিন বিভাগ-নির্বাহী, আইন এবং শাসন বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে।

রায়িসি বলেন, প্রত্যেককে আইন মেনে চলতে হবে এবং কোনো অবস্থাতে এবং পরিস্থিতিতে কেউ আইনকে পাশ কাটিয়ে যেতে পারবে না এবং ভঙ্গ করতে পারবে না। সর্বোচ্চ নেতা বিচার বিভাগের সাবেক কর্মকর্তা রায়িসিকে গত (বৃহস্পতিবার) এ পদে নিয়োগ দেন। iqna

 

captcha