IQNA

অস্ট্রেলিয়ার প্রথম হিজাবী মডেল হান্নান ইব্রাহীম

22:57 - March 11, 2019
সংবাদ: 2608107
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে হান্নান ইব্রাহীম নামের মুসলিম ডাক্তার রেডিয়েশন থেরাপিস্ট হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু তিনি কিছুদিন পরেই ফ্যাশন মডেলিংকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইতোমধ্যেই তিনি ফ্যাশন ডিজাইনার লিসা গ্রোমানের ডিজাইনে অংশ নিয়ে মডেল হয়েছেন যা তার মডেলিং পেশাকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। আর ফ্যাশনে তা অংশগ্রহণ অস্ট্রেলিয়ার ফ্যাশন জগতের বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করেছে, কেননা তিনিই প্রথম নারী যিনি কিনা মেলবোর্নের ফ্যাশন উৎসবে হিজাব পরিধান করে মডেলিং করেছেন।
হান্নান ইব্রাহীম নামের ২৫ বছর বয়সী এই মডেল আশা করেন যে, এর ফলে অস্ট্রেলিয়ার মুসলিম নারীদের জন্য সুযোগের দ্বার খুলে যাবে।

তিনি বলেন, ‘আমি কোথায়ও যাওয়ার সময় আমার সাথে সাধারণত একটি ব্যাগ নিয়ে যাই যেখানে থাকে বিভিন্ন রং বেরঙের হিজাব এবং আমি আমার পোশাকের সাথে মিলিয়ে তা পরিধান করি। কিন্তু আমার প্রথম মডেলিং এ অংশ নেয়ার সময় বেশীরভাগ ডিজাইনার আমার জন্য প্রথাগত হিজাব নিয়ে আসে।’
তিনি আরও বলেন, ‘সবসময় হিজাব পরিধান করা অতোটা সহজ কাজ নয়। মাঝে মধ্যে ইসলামভীতি চরম আকার ধারণ করে সুতরাং কখনো কখনো এমন সময়ও আসে যখন হিজাব পরিধান করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়।’
যদিও হান্নান ইব্রাহীম মেলবোর্ন ফ্যাশন উৎসবের প্রথম হিজাব পরিধানকারী মডেল ছিলেন কিন্তু তিনিই শেষ কোনো নারী নন। মেলবোর্ন ফ্যাশন উৎসবের প্রধান কর্মকর্তা গ্রায়েমে লেওসে বলেন, তারা এই শিল্পের মধ্যে বৈচিত্র্য আনার শুরুটা করেছেন।

হান্নান বলেন: ইসলাম ধর্মে মেয়েদের হিজাব করার উপর অতি গুরুত্ব দেয়া হয়েছে। হিজাব শুধুমাত্র একটি ধর্মীয় প্রতীক নয় যা একজন ব্যক্তিকে মুসলমান হিসেবে সনাক্ত করে। বিভিন্ন ধমের অনুসারীরা হিজাব ব্যবহার করে।

২০১৭ সালের জরিপ অনুযায়ী অস্ট্রেলিয়ায় ৬ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। যা সেদেশের মোট জনগণের ২.৬ শতাংশ। iqna

 

 

captcha