IQNA

শায়বান আব্দুল আজিজ সাইয়াদের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত

21:57 - March 14, 2019
সংবাদ: 2608131
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ভিয়েনার ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার মিশরের প্রসিদ্ধ ক্বারি শায়বান আব্দুল আজিজ সাইয়াদের কুরআন তিলাওয়াতের একটি ভিডিও প্রকাশ করেছে।

বার্তা সংস্থা ইকনা: ভিয়েনার ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এই ভিডিওতে ক্বারি শায়বান আব্দুল আজিজ সাইয়াদ ইসরা সূরার ৭০ থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন। এই তিলাওয়াতটি তিনি মিশরের ইমাম হুসাইন (আ.) মসজিদে তিলাওয়াত করেছেন।
শায়বান আব্দুল আজিজ সাইয়াদের ১৯৪০ সালের ২০ সেপ্টেম্বর মিশরের মাজুফিয়া প্রদেশের অশমুন শহরের অদূরে সারাভা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন ক্বারি ছিলেন।
মিশরের এই ক্বারি ৭ বছর বয়সে কুরআন হেফজ করেন। তিনি আল-আজহার ইউনিভার্সিটির উসুলে দ্বীন কলেজে পড়ালেখা করেছেন।

শায়বান আব্দুল আজিজ সাইয়াদের ১৯৯৮ সালের ২৯শে জানুয়ারিতে পরলোক গমন করেন। iqna

captcha