IQNA

যে হুকুমতের মাধ্যমে পৃথিবী থেকে সব ধরনের জুলুম ও অবিচারের অবসান ঘটবে

19:07 - March 25, 2019
সংবাদ: 2608199
শেষ জামানায় আল্লাহর নির্দেশে ইমাম মাহদীর (আ.) হুকুমত প্রতিষ্ঠিত হবে; যে হুকুমতের মাধ্যমে পৃথিবী থেকে সব ধরনের জুলুম ও অবিচারের অবসান ঘটবে; তাই এ হুকুমত প্রত্যেকের জন্য বহু কাঙ্ক্ষিত বিষয়। যে হুকুমতের একদিন বহু বছরের চেয়েও উত্তম।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম আধ্যাত্মিক সাধক এবং ধর্মগুরু হযরত আয়াতুল্লাহ আল উযমা তাকি বাহজাত (রহ.)। এ আধ্যাত্মিক সাধকের খ্যাতি ও সম্মান সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি ইমাম মাহদী (আ.) কর্তৃক গঠিত সরকার সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছেন। যা ইমাম মাহদীর হুকুমতের গুরুত্ব ও কদর আমাদের সামনে সুস্পষ্ট করে দেয়।

এ বিষয়টি আধ্যাত্মিক সাধক এবং ধর্মগুরু হযরত আয়াতুল্লাহ আল উযমা তাকি বাহজাতের (রহ.) বিভিন্ন জ্ঞানগর্ভ নসিহতের গ্রন্থে বর্ণিত হয়েছে। গ্রন্থটি ফার্সি ভাষাতে প্রণীত যার নাম দার মাহজারে বাহজাত। এ গ্রন্থের ৪১৫ নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে-

কিছু কিছু হাদীসে উল্লেখ করা হয়েছে যে, ইমাম মাহদী (আ.) আবির্ভাবের পর হুকুমত প্রতিষ্ঠার পর কিছু কালের মধ্যেই তিনি এ পৃথিবী থেকে বিদায় নিবেন। আর এ বিষয়টি ইমাম মহাদীর (আ.) ভক্ত ও অনুসারীদের জন্য কষ্টদায়ক। কিন্তু প্রত্যেকের জানা উচিত যে, ইমাম মাহদীর একদিনের হুকুমত এক বছরের চেয়েও উত্তম। এমনকি বহু বছরের চেয়েও উত্তম।

captcha