IQNA

বসনিয়ায় গণকবর থেকে ১২ জন মুসলমানের লাশ উদ্ধার

0:04 - June 10, 2019
সংবাদ: 2608709
আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোর নিকটবর্তী একটি পাহাড়ের চুরায় একটি গণকবর থেকে ১২ জন মুসলমানের লাশ উদ্ধার করা হয়েছে। সেদেশে যুদ্ধ চলাকালীন সময় সারবিয়ানরা এসকল মুসলমানদের হত্যা করেছিল।

বার্তা সংস্থা ইকনা: ১৯৯০ সালে বসনিয়ার যুদ্ধে প্রায় একলক্ষের অধিক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়াও সাত হাজার জন নিখোঁজ হয়েছে।

বসনিয়ার নিখোঁজ ইন্সটিটিউটের মুখপাত্র “আমজা ফাযলিক” বলেন: সারায়েভোর পশ্চিমাঞ্চলীয় এক পাহাড়ে একটি গণকবর থেকে এসকল লাশ উদ্ধার করে তাদেরকে সনাক্তকরণের জন্য ডিএনএ সনাক্তকরণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ডিএনএ রিপোর্ট ঘোষণা করা হবে।

বিগত কয়েক বছরে বসনিয়ার বিভিন্ন গণকবর থেকে ২৫ হাজার লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য যে, বসনিয়ায় ১৯৯০ সালে সারবিয়ানরা গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিক আদালত (ওয়ার্ল্ড কোর্ট) এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেছে। iqna

 

captcha