IQNA

লেবাননের স্পিকার:

আমেরিকা হিজবুল্লাহর উপর অবরোধের মাধ্যমে লেবাননের সংসদকে অপমান করেছে

22:09 - July 10, 2019
1
সংবাদ: 2608874
আন্তর্জাতিক ডেস্ক: হিজবুল্লাহর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে লেবানন ও সেদেশের পার্লামেন্টের ওপর আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্পিকার নাবিহ বেরি। বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: লেবাননের সংসদের স্পিকার বলেছেন: সম্প্রতি আমেরিকা হিজবুল্লাহ কয়েক জন সদস্য বিশেষ করে লেবাননের দুই জন্য সংসদ সদস্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে আমেরিকা লেবাননের সংসদকে অপমান করেছে।

মার্কিন ট্রেজারি মন্ত্রণালয় গতকাল (১০ম জুলাই) লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তিন জন সদস্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই তিন জনের মধ্যে দু’জন সেদেশের সংসদ সদস্য।

এছাড়াও কয়েক মাত্র পূর্বে আমেরিকা হিজবুল্লাহর জনপ্রিয়তা হ্রাস করার জন্য এই সংগঠনের সাথে জড়িত বেশ কয়েক জন ব্যক্তি ও ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। iqna

 

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
rhwvatoc
0
0
20
captcha