IQNA

আনসারুল্লাহর মহাসচিবের ভাই নিহত

11:04 - August 10, 2019
সংবাদ: 2609059
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জাতীয় স্যালভেশন সরকার জানিয়েছে, জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর মহাসচিবের ভাই ইব্রাহিম বদরউদ্দিন আল হুথি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৯ম অক্টোবর এক বিবৃতিতে প্রকাশ করেছে, মার্কিন-ইসরাইলি আগ্রাসী গোষ্ঠীর সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে তিনি সামরিক বাহিনীতে কী পদে ছিলেন এবং কীভাবে নিহত হলেন সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয় নি।

একটি সূত্র বলছে, ইব্রাহিম ছিলেন আনসারুল্লাহর একজন প্রভাবশালী সামরিক কমান্ডার। সৌদি হামলায় তার মৃত্যু হয়েছে বলে সূত্রটি ধারণা করছে।

ইয়েমেনের সবচেয়ে প্রভাবশালী সংগঠন আনসারুল্লাহর বর্তমান মহাসচিব হচ্ছেন আব্দুল মালেক বদরুদ্দীন আল হুথি।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এসবকে অস্ত্র ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের মতো কিছু দেশ।  iqna

captcha