IQNA

সুন্নি মসজিদে হামলার নিন্দা জানালেন আয়াতুল্লাহ সিস্তানি

14:23 - January 16, 2016
সংবাদ: 2600110
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের দিয়ালা প্রদেশের একটি সুন্নি মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সবচেয়ে প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সিস্তানি।
সুন্নি মসজিদে হামলার নিন্দা জানালেন আয়াতুল্লাহ সিস্তানি

বার্তা সংস্থা ইকনা: সুন্নি মুসলমানদের মসজিদগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আরও জোরালো ভূমিকা পালন করার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ সিস্তানি।

আয়াতুল্লাহ সিস্তানি ১৫ই জানুয়ারি বলেছেন: মসজিদগুলো রক্ষার দায়িত্ব হচ্ছে নিরাপত্তা বাহিনীর। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে তাদেরকেই ব্যবস্থা নিতে হবে

আয়াতুল্লাহ সিস্তানির মুখপাত্র শেইখ আব্দুল মাহদি কারবালায়ি গতকাল এসব তথ্য জানিয়েছেন। তিনি নাজাফে জুমার নামাজের আগে আয়াতুল্লাহ সিস্তানির এ সংক্রান্ত একটি বার্তা পড়ে শোনান। ওই বার্তাটি দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকেও সম্প্রচারিত হয়েছে।

সন্ত্রাসীরা গত মঙ্গলবার দিয়ালা প্রদেশের মুকদাদিয়া শহরের সাতটি মসজিদ ও ও বেশ কয়েকটি দোকানে বোমা বিস্ফোরণ করেছে।

এর একদিন পূর্বে দিয়ালা প্রদেশের মুকদাদিয়া শহরে দুটি বোমা বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদিমুকদাদিয়া শহরে নিয়োজিত সামরিক বাহিনী ও কর্মকর্তাদের সাথে দেখা করার জন্য গতকাল উক্ত শহরে ভ্রমণ করেছেন।

ইরাকের সামরিক বাহিনী প্রায় এক বছর পূর্বে সন্ত্রাসীদের হাত থেকে দিয়ালা প্রদের মুক্ত করেছে। কিন্তু এ সত্ত্বেও গোপনে সন্ত্রাসীরা তাদের কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছে।

২০১৪ সালে দখলদার সন্ত্রাসী দায়েশরা ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে অনুপ্রবেশ করার পর দেশটির সামরিক বাহিনী সন্ত্রাসী নিধন অভিযান চালিয়ে যাচ্ছে।

iqna

captcha