IQNA

হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে অবমাননাকর ম্যাগাজিন নিষিদ্ধ হল মরক্কোয়

18:44 - January 16, 2016
সংবাদ: 2600116
আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.)কে অবমাননা করার প্রতিবাদে মরক্কোয় ফরাসির ‘বিজ্ঞান ও ভবিষ্যৎ’ নামক ম্যাগাজিন বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।
বার্তা সংস্থা ইকনা: হযরত মুহাম্মাদ (সা.)কে অবমাননা করার প্রতিবাদে মরক্কোয় ফরাসির বিজ্ঞান ও ভবিষ্যৎনামক ম্যাগাজিন বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

এই প্রকাশনা উক্ত কর্মের মাধ্যমে মরক্কোর সাংবাদিকতা ও প্রকাশনার আইন লঙ্ঘন করেছে।

মরক্কোর যোগাযোগ মন্ত্রী এবং সরকারী মুখপাত্র মুস্তাফা আল খালাফী বলেছেন: হযরত মুহাম্মাদ (সা.)কে অবমাননা করার জন্য ‘Sciences et avenir’ ম্যাগাজিন বিক্রয় ও বিরতণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সিদ্ধান্ত সাংবাদিকতা ও প্রকাশনা আইনের ২৯ ধারার ওপর ভিত্তি করে গ্রহণ করা হয়েছে।

ম্যাগাজিনের কর্তৃপক্ষ নিজেদের প্রতিরক্ষার জন্য এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পয়গাম্বর (সা.) অথবা ইসলামকে অবমাননা করার উদ্দেশ্য পয়গাম্বর (সা.)এর ছবি প্রকাশ করা করা হয়নি।

iqna



captcha