IQNA

শিয়া মুসলমানদের ওপর হামলার পক্ষে কথা বললেন নাইজেরিয়ার সেনাপ্রধান

22:59 - January 20, 2016
সংবাদ: 2600139
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার সেনাপ্রধান জেনারেল তুকুর বুরাতাই গত মাসে দেশটির জারিয়া শহরে শিয়া মুসলমানদের ওপর তার বাহিনীর হামলার পক্ষ সমর্থন করে কথা বলেছেন। তিনি মঙ্গলবার রাতে জারিয়া গণহত্যার তদন্তকারী কমিটির এক বৈঠকে বলেন, সেনাবাহিনী তার ঘোষিত দায়িত্ব পালন করতে গিয়ে ওই হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার সেনাবাহিনী ২০১৫ সালের ডিসেম্বর মাসে দেশটির জারিয়া শহরে শিয়া মুসলমানদের এক সমাবেশে ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় শত শত মুসলমান নিহত এবং ইসলামি আন্দোলনের নেতা ইব্রাহিম জাকজাকি গুরুতর আহত হন। সেনাবাহিনী তাকে আহত অবস্থায় ধরে নিয়ে গেছে বলে কোনো কোনো সূত্র খবর দিলেও তখন থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

জেনারেল বুরাতাই বলেন, ওই হামলায় তিনি নিজে অংশ নিয়েছেন এবং তার নির্দেশেই ওই হামলা চালানো হয়।

শেখ জাকজাকিকে মুক্তি দেয়ার জন্য দেশ-বিদেশ থেকে ব্যাপক চাপ উপেক্ষা করে যাচ্ছে নাইজেরিয়া সরকার। ইসলামি মানবাধিকার কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সেনাবাহিনীর গতমাসের হামলার নিন্দা জানিয়েছে।

সূত্র: রেডিও তেহরান

captcha