IQNA

২০১৫ সালে ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা তিনগুণ বৃদ্ধি

23:17 - January 20, 2016
সংবাদ: 2600140
আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গত বছরে ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে ইসলামোফোবিয়া, বিদ্বেষ দ্বারা সৃষ্ট অপরাধ ও সহিংসতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
২০১৫ সালে ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা তিনগুণ বৃদ্ধি
বার্তা সংস্থা ইকনা:
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাসিনো জানিয়েছেন, গত বছরে ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে, বিদ্বেষ দ্বারা সৃষ্ট অপরাধ ও সহিংসতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

ফরাসি পত্রিকায় La Croix দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাসিনো বলেন, ২০১৫ সালে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ এবং হুমকি সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০০তে পৌছেছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এধরণের কর্মকাণ্ড আমার কাছে খুবই অপ্রত্যাশিথ এবং আমি তা গ্রহণ করতে পারছি না। যারা এমন কাজ করছে তাদেরকে আইনের আওয়তায় এনে কঠিন শাস্তি দেয়া হবে।

আজ ফ্রান্সের বর্ণবাদ বিরোধী প্রতিষ্ঠান ২০১৫ সালে মুসলমানদের কিবরুদ্ধে সংঘঠিত ঘৃণা অপরাধের অফিসিয়াল পরিসংখ্যান প্রকাশ করবে।

iqna


captcha