IQNA

মার্কিন সেনা আটক করা ছিল সঠিক, ধন্যবাদ: রাহবার

22:28 - January 21, 2016
সংবাদ: 2600144
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি ইরানের পানিসীমায় কয়েকজন মার্কিন নৌ-সেনা আটকের ঘটনা সঠিক পদক্ষেপ ছিল বলে মন্তব্য করেছেন এবং এ জন্য ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
বার্তা সংস্থা ইকনা: ইরানের নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের এক সমাবেশে তিনি বলেছেন, ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীকে ওই তৎপরতার জন্য ধন্যবাদ জানানোর সুযোগ তিনি এর আগে পাননি।

ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান নেতা আরও বলেছেন, আমাদের রাজনীতিবিদদেরকেও একই ধরনের কাজ করতে হবে এবং শত্রুরা কোথাও (যে কোনো আচরণের মাধ্যমে) ইরানের সীমানা লঙ্ঘন করলেই সর্বশক্তি দিয়ে তাদেরকে থামিয়ে দিতে হবে।

পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে মার্কিন সরকারের সম্ভাব্য ধোঁকার বিষয়ে ইরানি কর্মকর্তাদেরকে সচেতন হতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন।
৬ বড় শক্তির সঙ্গে পরমাণু সমঝোতার বিষয়টিকে মার্কিন সরকারের দয়ার দান হিসেবে না দেখার পরামর্শ দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, এই সাফল্য ইরানের জনগণ ও বিজ্ঞানীদের। তবে ইরান এর চেয়েও বড় সাফল্য অর্জন করতে পারত বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।

গত ১২ জানুয়ারি ১০ মার্কিন সেনা পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় প্রবেশ করলে তাদের ১৫ ঘণ্টা ধরে আটকে রাখে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী। দু'টি টহল নৌ-যানে চড়ে তারা ইরানের পানি-সীমায় প্রবেশ করেছিল। মার্কিন সেনারা পথ-হারিয়ে ইরানের সীমানায় ঢুকে পড়েছিল বলে তারা স্বীকার করে এবং মার্কিন সরকার এ জন্য ইরানের কাছে ক্ষমা চাইলে তাদের ছেড়ে দেয় তেহরান।সূত্র: রেডিও তেহরান

captcha