IQNA

পরমাণু সমঝোতার বাস্তবায়ন ইরানি জনগণের প্রতিরোধের ফসল

19:56 - January 22, 2016
সংবাদ: 2600151
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের প্রধান জুমার নামাযের খুতবাতে আয়াতুল্লাহ সাইয়েদ আহমাদ খাতামী বলেছেন যে, পরমাণু সমঝোতার বাস্তবায়ন ইরানি জনগণের প্রতিরোধের ফসল।
পরমাণু সমঝোতার বাস্তবায়ন ইরানি জনগণের প্রতিরোধের ফসল
বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ সাইয়েদ আহমাদ খাতামী আজ তেহরানের প্রধান জুমার খুতবাতে উপস্থিত মুসল্লীদের প্রতি তাকওয়া ও খোদাভীতির আহ্বান জানিয়ে বলেন: পবিত্র কোরআনের অনেক আয়াত এবং রাসূলের (সা.) হাদীসসমূহে মানব জীবনে তাকওয়া অবলম্বনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কেননা মানুষ যখন তাকওয়া ও খোদাভীতি অবলম্বন করবে, তখন নানাবিধ অন্যায় ও মন্দ কর্ম থেকে নিজেকে রক্ষা করতে পারবে এবং সমাজও অবক্ষয় থেকে পরিত্রাণ পাবে।

তিনি বলেন: ছয় বড় শক্তির সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু হওয়া একটি বড় সাফল্য এবং তা ইরানি জনগণের প্রতিরোধের ফসল।

তিনি এ সমঝোতাকে আমেরিকার দয়ার দান বলে মনে না করার আহ্বান জানিয়ে বলেছেন, মার্কিন সরকার অতীতের মত এখনও ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রু এবং এ সরকার ইরানের উন্নতিতে সব সময় দুঃখ পায় ও এই দেশের কোনো ব্যর্থতায় খুশি হয়। তাই পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়ে মার্কিন প্রতারণা বা ধোঁকার ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে তিনি জোর দেন। তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব এ প্রসঙ্গে ইরানের ওপর কয়েকটি নতুন মার্কিন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার কথা তুলে ধরে তার কড়া সমালোচনা করেন।
আয়াতুল্লাহ খাতামি পারস্য উপসাগরে ইরানের পানি-সীমায় অনুপ্রবেশকারী মার্কিন সেনাদের আটক করার জন্য তার দেশের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রশংসা করেছেন।

তিনি আসন্ন ২৬শে ফেব্রুয়ারী মজলিসে শুরা-এ-ইসলামী তথা পার্লামেন্ট নির্বাচন এবং ১১ই ফেব্রুয়ারী ইরানের ইসলামী বিপ্লবের ৩৭তম গৌরবোজ্জল বিজয় বার্ষিকীতে ইরানের সর্বস্থরের জনগণের স্বত:ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

iqna



captcha