IQNA

পাকিস্তানের বেলুচিস্তানে ইজতেমায় মুসলমানদের সমাগম

23:30 - February 09, 2016
সংবাদ: 2600258
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জামায়াতে তাবলিগের পক্ষ থেকে ৯ম জানুয়ারি সেদেশের বেলুচিস্তান প্রদেশে দেশী-বিদেশী সহস্রাধিক মুসল্লির উপস্থিতিতে বৃহৎ ইজতেমা শুরু হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তানে ইজতেমায় মুসলমানদের সমাগম

বার্তা সংস্থা ইকনা: বেলুচিস্তান প্রদেশের সেবী শহরে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তিন দিন ব্যাপী উক্ত ইজতেমায় জামাত সহকারে নামাজ, দোয়া, ইসলামি আখলাক ও আহমাক শিক্ষা এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত ধর্মীয় অনুষ্ঠান আজ সকালে ফজরের নামাজের পর ধর্মীয় খুতবা পাঠ করার মাধ্যমে শুরু হয়েছে এবং বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর শেষ হবে।

বেলুচিস্তানে অনুষ্ঠিত ইজতেমার আয়োজক কমিটি ধারণা করছে, চলতি বছরে উক্ত ইজতেমায় পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখের অধিক মুসল্লি অংশগ্রহণ করবেন।

iqna





captcha