IQNA

বোরখা নিষিদ্ধ হল বুলগেরিয়ায়

16:55 - June 17, 2016
সংবাদ: 2601012
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স এবং নেদরল্যান্ডসের পর এবার বুলগেরিয়ায় নিষিদ্ধ হল বোরখা।
শীর্ষনিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এবার বুলগেরিয়ায় নিষিদ্ধ হল বোরখা। ফ্রান্স এবং নেদরল্যান্ডসের পর ইউরোপের ওই দেশেও বোরখা নিষিদ্ধ হল। এবার থেকে স্কুল, কলেজ, অফিস বা অন্য কোনও জায়গা, কেউ কোথাও বোরখা পরে যেতে পারবেন না বলে স্পষ্ট  জানিয়েছে সে দেশের সরকার।
জানা যাচ্ছে, জন সমর্থন পেয়েই বোরখা নিষিদ্ধ করা হয়েছে ইউরোপের ওই দেশে । ক্ষমতাসীন ‘‘ন্যাশনালিস্ট প্যাট্রিয়টিক ফ্রন্ট’’ তাদের ১৮০ জন জন-প্রতিনিধির সমর্থন নিয়ে ঔ বিল পাশ করায় সংসদে। এরপর প্রকাশ্যে বোরখা পরা নিষিদ্ধ করল বুলগেরিয়া সরকার। যদিও সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছে বিরোধী শিবির।
প্রসঙ্গত, প্যারিস হামলার পর, ফ্রান্সে বোরখা নিষিদ্ধ করা হয়েছে। এরপর নেদরল্যান্ডসও সেই একই পথে হেটে বোরখা এবং হিজাব পরা নিষিদ্ধ করে। এবার সেই পথেই হাটল বুলগেরিয়াও।#

captcha