IQNA

ইমাম সাদিক (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় শোক মাহফিল

12:50 - July 29, 2016
সংবাদ: 2601284
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)’র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে আজ সন্ধ্যায় শোক মাহফিল অনুষ্ঠিত হবে।
ফ্রান্সে যে গির্জায় দায়েশ হামলা করেছিল, মসজিদ নির্মাণের জন্য সেই গির্জাটি সাহায্য করেছিল

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার এ ব্যাপারে বলেন: বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)’র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থিত ইরানী অধিবাসীদের উপস্থিতিতে এশার নামাজের পর ইরানী কালচারাল সেন্টারে শোক মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত শোক মাহফিলে ইরানী রাষ্ট্রদূত মার্জিয়া আফখাম, কালচারাল অ্যাটাশে আলী আকবার জিয়ায়ী, সামরিক কর্মকর্তা, মালয়েশিয়ায় বসবাসকৃত ইরানী অধিবাসী, শিক্ষার্থী এবং শিক্ষকগণ উপস্থিত থাকবেন।
আহলে বাইত (আ.)এর শানে বক্তৃতা ও মর্সিয়া পাঠ করা হবে। মালয়েশিয়ায় ইরানী নুর আল-যাহরা (সা. আ.) ফাউন্ডেশনের পক্ষ থেকে উক্ত শোক মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও, ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরের 'সারদাঙ্গ' এলাকায় 'মোহেব্বানে রসুলুল্লাহ (সা.)' আঞ্জুমান এবং 'জুহুর' শহরে 'আলে ইয়াসিন' আঞ্জুমানের পক্ষ থেকে শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানী কালচারাল সেন্টারে আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে দোয়া কুমাইল পাঠ করা হয়।
iqna




ট্যাগ্সসমূহ: মসজিদ ، ইমাম ، মুসলমান ، ফ্রান্স
captcha