IQNA

গাজায় পুরস্কৃত করা হল ২২০ হাফেজকে

5:39 - August 30, 2016
সংবাদ: 2601482
সাংস্কৃতিক ডেস্ক: গাজার ২২০ জন হাফেজের –যারা পূর্ণ কুরআন অথবা কুরআনের কয়েক পারা মুখস্ত করতে সক্ষম হয়েছে- মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

আল-মিসরিয়্যুনে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: তুরস্কের মানবিক সাহায্য বিষয়ে তৎপর এক দাতা সংস্থার উদ্যোগে এ কর্মসূচী আয়োজিত হয়েছে।

তিনি বলেন: ৩ জন কুরআন শিক্ষার্থী পূর্ণ কুরআন হেফজ করেছে এবং বাকিরা ৫ পারার বেশি মুখস্থ করেছে।

এ প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার গাজার পশ্চিমাঞ্চলে অবস্থিত ‘রাশাদাশ শাওয়া’ সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের মাঝে স্বর্ণের তৈরী কানের রিং ও হার, পোশাক, কেডস, স্টেশনারি, স্কুল ব্যাগ ইত্যাদি বিতরণ করা হয়েছে।

তুরস্কের বিভিন্ন গণ ও সরকারি প্রতিষ্ঠান বিশেষ উদ্দেশ্য নিয়ে গাজার জনগণকে মানবিক সাহায্য প্রদানে তৎপরতা চালালেও তুরস্কের পার্লামেন্ট কিছুদিন পূর্বে জায়নবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিলে স্বাক্ষর করেছে। অথচ দখলদার ইসরাইল বহু বছর ধরে গাজা শহরকে অবরুদ্ধ করে রেখেছে।

প্রসঙ্গত, ‘তিকা’, তুরস্কের রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইয়ারদাম ইলি দাতব্য সংস্থাসহ তুরস্কের সাথে সম্পৃক্ত বেশ কিছু সংস্থা গাজায় তৎপর রয়েছে।#3525932

captcha