IQNA

নিয়ন্ত্রণ রেখা বরাবর আবার পাক-ভারতের গোলাগুলি

18:17 - October 01, 2016
সংবাদ: 2601671
সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে ভিম্বার সেক্টরে আজ (শনিবার) আবারো পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা ওই বিবৃতিতে বলা হয় নি।

আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়েছে, "রাত ৪টার দিকে বিনা উসকানিতে ভারতীয় সেনারা ভিম্বার সেক্টরে গোলাগুলি শুরু করে এবং সকাল ৮টা পর্যন্ত চলে। পাকিস্তানি সেনারা তার উপযুক্ত জবাব দিয়েছে।” কাশ্মির ইস্যু ও পাকিস্তানের ভেতরে ভারতের কথিত সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে চরম উত্তেজনা চলছে তখন নতুন এ গোলাগুলির খবর এল।

এর আগে, গত বৃহস্পতিবার ভিম্বার, কেল ও লিপা সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়। ওই দিন ছয় ঘণ্টা গোলাগুলি চলেছে।

২০০৩ সালে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবরিত মেনে চলবে বলে ঐতিহাসিক চুক্তি সই করেছিল কিন্তু এ পর্যন্ত বহুবার দু পক্ষ এ চুক্তি লঙ্ঘন করেছে।#

captcha