IQNA

মানত করে দণ্ডের মুখে মা ও পুত্র!

4:15 - October 22, 2016
সংবাদ: 2601814
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি বংশোদ্ভূত মা ও পুত্রকে, ভেড়া জবাই করার কারণে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে অস্ট্রিয়ার একটি আদালত।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: অস্ট্রিয়ার উত্তরাঞ্চলীয় গ্রাজ শহরের একটি আদালত ৪৬ বছর বয়সী এক মা ও ১৭ বছর বয়সী তার পুত্রকে ৩টি ভেড়া জবাই করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। পুত্রের জন্য ১ মাস কারাদণ্ড এবং মায়ের জন্য ১৫০ ঘন্টা শ্রম দণ্ড ধার্য্য করেছে ঐ আদালত।

তুর্কি বংশোদ্ভূত এ পরিবারের পিতা অসুস্থ হয়ে পড়লে মা-পুত্র মানত করেছিল যে, পরিবারের পিতা সুস্থ হয়ে উঠলে তারা ই-বাজার থেকে ৩টি ভেড়া কিনে ইসলামি পদ্ধতিতে জবাই করবে।

পুত্র আদালতকে জানিয়েছে, অস্ট্রিয়াতে ভেড়া জবাই করা অবৈধ হওয়ার বিষয়টি তার জানা ছিল না।

অস্ট্রিয়ার আইন অনুযায়ী, ভেড়া জবাই করার জন্য অনুমোদন নেয়া জরুরী। অস্ট্রিয়াতে ভেড়া জবাই করার আগে একটি পেইন কিলার ইনজেকশন ঐ ভেড়ার শরীরে পুশ করা হয়, যাতে জবাইয়ের সময় কম ব্যাথা অনুভব করে। ভেড়া জবাইয়ের অনুমতি দেশটিতে সবাইকে প্রদান করা হয় না।

ডায়াবেটিসের রোগী ঐ মাকে আদালতের পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয়েছে যে, ১৫০ ঘন্টা শ্রম প্রদান না করলে তাকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হবে!#3539537


captcha