IQNA

নর্থ ক্যারোলাইনা’র মসজিদে ‘সিরায়ে নববী’ শীর্ষক আলোচনা সভা

18:49 - October 24, 2016
সংবাদ: 2601827
সাংস্কৃতিক ডেস্ক: ইসলাম বিদ্বেষের মোকাবিলার বিষয়টি পর্যালোচনার উদ্দেশ্যে মুসলিম আলেমরা গত দুই দিন নর্থ ক্যারোলাইনা’র ‘এপেক্স’ শহরের মসজিদে সমবেত হয়েছেন।

Wral ওয়েব সাইট উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ আলোচনা সভা গত ২২ ও ২৩শে অক্টোবর ‘সিরায়ে নববি (স.)’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে। এতে গণমাধ্যমে ইসলাম ধর্মের রূপ ও ইসলাম বিদ্বেষের মোকাবিলা ইত্যাদি বিষয় পর্যালোচিত হয়েছে।

কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইহাব সায়াদ তার বক্তব্যে বলেন: আমার মতে, ইসলামভীতির সবচেয়ে কার্যকরী সমাধান হল সামাজিক কর্মকাণ্ডে মুসলমানদের অধিক পরিমাণে অংশগ্রহণ করা। যাতে জনগণ তাদের সম্পর্কে অধিক পরিচিতি লাভ করে।

সায়াদ বলেন: সামাজিক কর্মকাণ্ডে অধিক পরিমাণে অংশগ্রহণের মাধ্যমে এটা স্পষ্ট হবে যে, আমরা মুসলমানরা সমাজের অন্য মানুষের পাশেই রয়েছি। অমুসলিমদের মনে মুসলমানদের সম্পর্কে বিদ্যমান ভ্রান্ত ধারণা দূর করতে যুক্তরাষ্ট্রের মুসলমানদের যে কর্তব্য রয়েছে তা সম্পর্কে জানা উচিত।

আসিফ আনসারি বলেন: ৮০ দশকে আমাদের শৈশব ও কৈশরের সময়ের সাথে তুলনা করলে বোঝা যায় যে, অত্যন্ত দ্রুত সবকিছুর পরিবর্তন ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।#3540273


captcha