IQNA

মালয়েশিয়ায় প্রকাশিত হয়েছে হালাল পর্যটন নির্দেশিকা

4:11 - October 25, 2016
সংবাদ: 2601830
সাংস্কৃতিক ডেস্ক: হালাল পর্যটন বিষয়ে তৎপর কোম্পানীগুলো যাতে হালাল বিনোদন ও পর্যটন বিভাগে মুসলমানদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে পারে সে লক্ষ্যে একটি নির্দেশিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার ইসলাম সম্প্রসারণ বিষয়ক সংস্থা (জাকিম)।

Astroawani ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ‘জামিল খাইর বাহারোম’ এ তথ্য প্রকাশ করে জানিয়েছেন, বিশ্বের অধিকাংশ পর্যটন কেন্দ্রগুলো শরিয়ত বিরোধী বিনোদনে পূর্ণ হওয়ার ফলে এ নির্দেশিকা মুসলিম পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বলেন: ইসলাম ধর্ম পর্যটনে বাধা দেয়না। বরং ইসলামের দৃষ্টিতে পর্যটন ও ভ্রমণ যেন উপকারী হয় এবং তা যেন মানুষকে ধর্ম ও মহান আল্লাহর প্রতি নির্দেশনা দেয়।

এ নির্দেশিকার প্রধান বৈশিষ্ট হল, এতে হালাল বিনোদনের বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে, যা মুসলমানদেরকে হারাম বিনোদন থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#3540040


captcha