IQNA

পাকিস্তানে কারবালার স্মরণে কবিতা সন্ধ্যা

3:45 - October 27, 2016
সংবাদ: 2601842
সাংস্কৃতিক ডেস্ক: পাকিস্তানের মুলতান শহরে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র আশুরার মর্মান্তিক ঘটনার স্মরণে ‘মাহফিলে মুসালেমাহ’ শীর্ষক কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: কারবালার শহীদদের স্মরণে ‘মাহফিলে মুসালেমাহ’ শীর্ষক কবিতা সন্ধ্যা গত ২৪ অক্টোবর পাকিস্তানের মুলতান শহরে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে আহলে বাইত (আ.) এর উল্লেখযোগ্য সংখ্যক ভক্তদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আল্লামা কাশেফ হায়দার কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর রুমাইজ হুসাইন মহানবি (স.) এর শানে নাত পরিবেশন করেন।

এরপর কবিরা ইমাম হুসাইন (আ.), কারবালার শহীদগণ এবং কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে স্বরচিত কবিতাগুলো আবৃত্তি করেন।

আল্লামা মুজাহিদ আব্বাস গোর্দিজি কর্তৃক মাসায়েব (শোকগাঁথা) পরিবেশনের মাধ্যমে এ কবিতা সন্ধ্যার সমাপ্তি ঘটে।#3540979


captcha