IQNA

আর্মেনিয় ভাষায় ‘ইসলাম ধর্মে কুরআন’ গ্রন্থ অনূদিত

20:27 - November 12, 2016
সংবাদ: 2601932
সাংস্কৃতিক ডেস্ক: আর্মেনিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আল্লামা তাবাতাতাবয়ী রচিত ‘ইসলাম ধর্মে কুরআন’ গ্রন্থ আর্মেনিয় ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে।

ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আল্লামা মুহাম্মাদ হুসাইন তাবাতাবায়ী’র মৃত্যুবার্ষিকী’র কাছাকাছি সময়ে (১৪ নভেম্বর), আরমেনিয় ভাষাভাষি গবেষকদের পবিত্র কুরআন সম্পর্কে অধিক অবগত করার লক্ষ্যে ‘ইসলাম ধর্মে কুরআন’ গ্রন্থটি আর্মেনিয় ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে। আর্মেনিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এ গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

আল্লামা তাবাতাবায়ী’র নির্বাচিত গ্রন্থগুলোর অন্যতম এ গ্রন্থ আর্মেনিয় ভাষায় অনুবাদ এবং ২০২ পৃষ্ঠায় প্রকাশ করা হয়েছে।#3545187


captcha