IQNA

কুয়েত্তায় ছাত্রদের কুরআন প্রশিক্ষণ কোর্স

20:42 - December 05, 2016
সংবাদ: 2602095
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: পাকিস্তানের কুয়েত্তা শহরে ছাত্রদের কুরআন প্রশিক্ষণের বিশেষ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। শীতকালীন ছুটিতে এ কোর্স অনুষ্ঠিত হবে।

পাকিস্তান থেকে ইকনা প্রতিবেদকের রিপোর্ট: শুদ্ধভাবে কুরআন পড়া, তারতিল ও তেলাওয়াত বিষয়ক ক্লাস এ কোর্সের কর্মসূচীর আওতাভূক্ত। কোর্সটি ‘মিসবাহুল কুরআন’ সাংস্কৃতিক একাডেমি’র সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কোর্সের ক্লাসসমূহ আগামী কয়েকদিনের মধ্যে ‘মিসবাহুল কুরআন’ একাডেমি এবং হায়দারী ইমামবাড়িতে শুরু হবে বলে ধারনা করা হচ্ছে। ছাত্ররা এতে অংশগ্রহণের সুযোগ পাবে।

কুরআনের সংস্কৃতি প্রসার, কুরআনিক শিক্ষায় শিক্ষিত ছাত্র লালন, শীতকালীন ছুটির উত্তম ব্যবহারের নিমিত্তে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

পাকিস্তানের কুয়েত্তা শহরে অনুষ্ঠিত এ কুরআন ভিত্তিক কোর্সে আহকাম, আকায়েদ ইত্যাদি শিক্ষাও প্রদান করা হবে।

প্রসঙ্গত, কোর্সটি ৭৫ দিন অব্যাহত থাকবে।#3551062


captcha