IQNA

নাইজেরিয়ায় ৩১তম জাতীয় কুরআন প্রতিযোগিতা

14:17 - January 13, 2017
সংবাদ: 2602355
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ২০টি প্রদেশের প্রতিযোগীদের উপস্থিতিতে ৮ম জানুয়ারিতে ৩১তম জাতীয় কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। উক্ত প্রতিযোগিতা টানা এক সপ্তাহ অব্যাহত থাকবে।
নাইজেরিয়ায় ৩১তম জাতীয় কুরআন প্রতিযোগিতা

বার্তা সংস্থা ইকনা: ৩১তম জাতীয় কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে 'বাউচী' প্রদেশের গভর্নর 'মুহাম্মাদ আব্দুল্লাহী আবু বাকর' পবিত্র কুরআনের জ্ঞান এবং তিলাওয়াতের প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন: প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে, কুরআন পড়া শেখা এবং কুরআনিক আঞ্জুমানসমূহের দায়িত্ব হচ্ছে বিশ্বের যুবকদের জন্য কুরআন প্রশিক্ষণের ব্যবস্থা করা।

আবু বাকর বলেন, প্রতিযোগিতার নির্বাহী কর্তৃপক্ষের উচিত নাইজেরিয়ার বিভিন্ন প্রদেশে কুরআন প্রশিক্ষণ কোর্স অব্যাহত রাখ। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিনিধিদের নির্বাচন এবং তাদের সমর্থনের প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।

বাউচী প্রদেশের ধর্ম বিষয়ক সংস্থার প্রধান 'বাবা মাডুঘু' বলেন: নাইজেরিয়ার বিভিন্ন প্রদেশের প্রতিনিধিদের নিয়ে দীর্ঘ ৩০ বছর যাবত একাধারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে এবং জাতীয় এই প্রতিযোগিতায় উত্তীর্ণদের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচন করা হয়।

প্রতিযোগিতার আয়োজক কমিটির চেয়ারম্যান 'ড. যুবায়ের আবু বকর মাডাকী' বলেন: ৩১তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় নাইজেরিয়ার ২০টি প্রদেশের ২২০ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশগ্রহণ করেছে।

iqna


captcha