IQNA

ভ্যাটিকানে দূতাবাস খুলছে ফিলিস্তিন

15:43 - January 13, 2017
সংবাদ: 2602358
রাজনৈতিক ও সামাজিক ডেস্ক: পোপ ও ফিলিস্তিনের স্বশাসিত প্রেসিডেন্টের উপস্থিতিতে প্রথমবারের মত ভ্যাটিকানে উদ্বোধন হতে যাচ্ছে ফিলিস্তিন দূতাবাস।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রধান ‘মাহমুদ আব্বাস’ গতকাল (১২ জানুয়ারি) তার ইতালি, ভ্যাটিকান ও ফ্রান্স সফর শুরু করেছেন।

আজ শুক্রবার ইতালির প্রধানমন্ত্রীর সাথে তার দেখা করার কথা রয়েছে।

ফিলিস্তিনের স্বশাসিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ‘রিয়াদ মালেকি’ ইতালি বার্তা সংস্থাকে জানিয়েছেন যে, পোপের সাথে সাক্ষাতে মাহমুদ আব্বাস, তেল আবিব থেকে কুদসে মার্কিন দূতাবাস স্থানান্তরের কারণে সৃষ্ট বিপর্যয়ের বিষয়ে আলোচনা করবেন।

পোপ এ বিষয়ে তার অবস্থান গ্রহণ করবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে তিনি স্পষ্ট ভাষায় তার অবস্থানের ঘোষণা দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মালেকি।

এদিকে, আগামি রোববার প্যারিস যাবেন মাহমুদ আব্বাস। ঐ দিনেই ফিলিস্তিন ও দখলদার ইসরাইলের প্রতিনিধির অংশগ্রহণ ছাড়াই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, আজ (শুক্রবার, ১৩ জানুয়ারি) ভ্যাটিকানে পোপ ও ফিলিস্তিনের স্বশাসিত প্রেসিডেন্টের উপস্থিতিতে প্রথমবারের মত ফিলিস্তিন দূতাবাস উদ্বোধন হওয়ার কথা রয়েছে।#3562004


captcha