IQNA

৪০টি ইসলামি শহরের ছবি নিয়ে ফটো এ্যালবাম

16:28 - January 13, 2017
সংবাদ: 2602359
সাংস্কৃতিক ডেস্ক: তুরস্কের ফটোগ্রাফার ‘ওরহান দুরগুত’ এমন একটি এ্যালবাম তৈরী করতে যাচ্ছেন যাতে থাকছে ৪০টি ইসলামি শহরের ছবি।

ইয়ায়িনি আকিতে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ফটোগ্রাফার ‘ওরহান দুরগুত’ এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন ইসলামি শহরের বেশ কিছু মনোমুগ্ধকর ছবি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

তার এ শিল্পকর্মের বিষয়ে কিছুদিন আগে তুরস্ক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন: বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম জনতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা এখনো পরস্পরের শিল্পকর্ম ও সংস্কৃতির সাথে পরিচিত নয়। ৪০টি ইসলামি শহরের ছবির এ্যালবাম নির্মাণে মূলতঃ আমার উদ্দেশ্য হচ্ছে, মুসলমানদের জন্য এমন একটি সূত্র ও সোর্স তৈরী করা যেখান থেকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে পরিচিত হতে পারে।

২০১০ সাল থেকে তিনি এ কাজ শুরু করেছেন –এ কথা উল্লেখ করে তিনি বলেন: এ পর্যন্ত আমি ৩১টি শহরের ছবি তিনি সংগ্রহ করেছি। এর মাঝে সিরিয়ার আলেপ্পো শহরও রয়েছে। আগামী বছর নাগাদ এ্যালবামের কাজ শেষ করতে পারবো বলে আমি আশাবাদী।#3562052


captcha