IQNA

ইরান ও আরব বিশ্বের সাংস্কৃতিকের আলোকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে

2:22 - January 14, 2017
সংবাদ: 2602363
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার প্রধান বলেছেন: ইরান ও আরব বিশ্বের সাংস্কৃতিকের আলোকে প্রথম বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠান তেহরানে এবং সমাপনী অনুষ্ঠান মাশহাদে অনুষ্ঠিত হবে।
ইরান ও আরব বিশ্বের সাংস্কৃতিকের আলোকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে

বার্তা সংস্থা ইকনা: ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার প্রধান এক বিবৃতিতে বলেছেন: বিশ্বের ১২টি দেশের ৮৫ জন প্রতিনিধির উপস্থিতিতে ইরান ও আরব বিশ্বের সাংস্কৃতিকের আলোকে প্রথম বৈঠক তেহরানে অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকের সমাপনী অনুষ্ঠান মাশহাদে অনুষ্ঠিত হবে। বৈঠকটি ২১ জানুয়ারি শুরু হবে এবং একাধারে ২৫শে জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার প্রধান 'আবুজার ইব্রাহীমি তুরকামান' বলেন: এই বৈঠকে ইরানী এবং আরব চিন্তাবিদ যুবক ও নারী সহ মোট ছয়টি বিষয়ে আলোচনা করা হবে।

iqna


captcha