IQNA

তালাফারের মসজিদসমূহে জুমার নামাজ আদায়ের উপর দায়েশের নিষেধাজ্ঞা আরোপ

23:50 - January 14, 2017
সংবাদ: 2602367
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের মসুল প্রদেশর পশ্চিমাঞ্চলীয় তালাফার শহরের অধিকাংশ মসজিদে জুমার নামাজ আদায়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আত্মঘাতী হামলার অনুপ্রেরণা জোগানোর জন্য মসজিদসমূহে নিজেদের নির্মিত ভিডিও বিতরণ করছে।


বার্তা সংস্থা ইকনা: নেইনাওয়া প্রদেশের এক সূত্র গতকাল (১৩ই জানুয়ারি) ঘোষণা করেছে: তালাফার শহরের অধিকাংশ মসজিদের মিম্বারে বসে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা নিজেদের প্রচারণামূলক কার্যক্রম চালাত এবং এসকল মসজিদের ত্রিবিঊন থেকে তারা নিজেদের সদস্যদের আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিত। এবার এসকল মসজিদে নতুন করে জুমার নামাজ আদায়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী।
এই সূত্র আরও বলেছে, দায়েশের সদস্যরা আত্মঘাতী হামলার অনুপ্রেরণা জোগানোর জন্য মসজিদসমূহে নিজেদের নির্মিত ভিডিও বিতরণ করছে।
ইরাকের নিরাপত্তা বাহিনীর হাতে দায়েশ পরাস্ত হওয়া পর থেকে তালাফার শহরের দায়েশের সদস্যরা এধরণের কাজ করার মাধ্যমে নিজেদেরকে শক্তিশালী রূপে উপস্থাপন করার চেষ্টা করছে।
মসুলের সীমান্ত থেকে ৬৫ কিলোমিটার দুরে তালফার শহরে তাকফিরি গোষ্ঠী দায়েশ ২০১৪ সালে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
এই শহরটি দায়েশের গুরুত্বপূর্ণ একটি ঘাটি এবং এই শহর থেকে অতি সহজেই সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা সিরিয়ায় আসা-যাওয়া করত।
ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী তালাফার শহরের প্রাণকেন্দ্রের মাত্র ৯ কিলোমিটার দুরে অবস্থিত সামরিক বিমানবন্দর মুক্ত করেছে এবং বর্তমানে দায়েশ নিধনের জন্য তালাফার শহরের প্রাণকেন্দ্রে হামলার নির্দেশের অপেক্ষায় রয়েছে।
iqna



captcha