IQNA

পাকিস্তানে;

‘মিসবাহুল হুদা’ একাডেমির নতুন শাখা উদ্বোধন

16:04 - January 15, 2017
সংবাদ: 2602372
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: পাকিস্তানের কুয়েত্তা শহরের ‘মিসবাহুল হুদা’ একাডেমি’র পরিচালক শহরের ‘আলামদার’ এলাকায় একাডেমি’র নতুন শাখা উদ্বোধনের তথ্য দিয়েছেন।

কুয়েত্তা শহরের মিসবাহুল হুদা একাডেমির পরিচালক ‘জাফারি’ বার্তা সংস্থা ইকনাকে দেয়া সাক্ষাতকারে এ তথ্য প্রকাশ করে একাডেমি’র দ্বিতীয় শাখার কার্যক্রম শুরু হওয়ার বিষয়ে বলেন: বিভিন্ন বিভাগ ও ক্লাসে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

তিনি বলেন: পাকিস্তানে কারি ও কুরআন শিক্ষার্থী প্রশিক্ষণ দানের লক্ষ্যে এ একাডেমি চালু করা হয়েছে।

জাফারি আরও জানান: যদি কুরআন মজিদ শিক্ষা শিশু বয়স থেকে শুরু করা হয় নিঃসন্দেহে তা তাদের অন্তরে গেঁথে যায় এবং সমাজের পার্থিব ও আধ্যাত্মিক সৌভাগ্যের বিষয়টির নিশ্চয়তা নিশ্চিত হয়। কেননা কুরআন শিক্ষার্থীরা কুরআনের সাথে সম্পৃক্ত এবং তাদের বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা কম।

তিনি বলেন: এ একাডেমিতে তাজবিদ, কিরাত, কুরআন পড়া, ইসলাম শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ এবং প্রচলিত স্কুলের পাঠ্যবইও পড়ানো হয়।

প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি থেকে নতুন এ শাখার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।#3562785


captcha