IQNA

ইসলামের দৃষ্টিতে মানুষের হক

0:03 - January 16, 2017
সংবাদ: 2602375
পবিত্র ইসলামে শাহাদতের মর্যাদা অনেক বেশি। যদি কেউ আল্লাহর পথে শহীদ হয়, তবে তার শরীর থেকে প্রথম বিন্দু রক্ত ঝরার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। শুধুমাত্র একটি গুনাহ ব্যতীত; সেটা হল যদি সে মানুষের নিকট কোন অপরাধ করে থাকে এবং উক্ত মানুষ যদি তাকে ক্ষমা না করে থাকে।
ইসলামের দৃষ্টিতে মানুষের হক
বার্তা সংস্থা ইকনা: মানুষের হক বা অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ; আল্লাহ মানুষের সব গুনাহ ক্ষমা করলেও অন্য মানুষের অধিকার বিনষ্টের সাথে সম্পৃক্ত কোন গুনাহ তিনি ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত যার অধিকার বিনষ্ট হয়েছে, সে যদি উক্ত ব্যক্তিকে ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ ক্ষমা হবে না। এ সম্পর্কে ইমাম মুহাম্মাদ বাকের (আ.) থেকে একটি হাদীসে উল্লেখ করা হয়েছে,

শহীদ ব্যক্তির শরীর থেকে নির্গত প্রথম ফোটা রক্ত তার জীবনে কৃত সমস্ত গুনাহের কাফফারা স্বরূপ। কিন্তু শুধুমাত্র একটি গুনাহ ব্যতীত; আর তা হল সে যদি কারও নিকট ঋণী থাকে কিংবা তার থেকে কেউ যদি কষ্ট পেয়ে থাকে, তবে এমতাবস্থায় উক্ত ব্যক্তি তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তার উক্ত গুনাহটি ক্ষমা হবে না।

সূত্র: ওসায়েলুস শিয়া, ১৩তম খণ্ড, পৃ.৮৫

captcha