IQNA

অনতি বিলম্বে যাকযাকির মুক্তির দাবী জানিয়েছে এ্যামনেস্টি

17:31 - January 16, 2017
সংবাদ: 2602379
আন্তর্জাতিক ডেস্ক: আদালতের রায়ের ভিত্তিতে নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের প্রধান শেইখ ইব্রাহিম যাকযাকি ও তার স্ত্রীর অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

প্রেসটিভির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া শাখার অস্থায়ী চেয়ারম্যান মাকমিদ কামারা আজ (সোমবার, ১৬ জানুয়ারি) বলেছেন: তাদের মুক্তির দেয়ার জন্য যে ৪৫ দিন সময় বেধে দেয়া হয়েছিল তা শেষ হচ্ছে আজ। যদি সরকার ইচ্ছাকৃতভাবে আদালতের রায়কে অগ্রাহ্য করে তবে এটা হবে সুস্পষ্ট আইন লঙ্ঘন।

যাকযাকিকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে –এ কথা উল্লেখ করে তিনি বলেন: হয়তবা ২০১৫ সালের ডিসেম্বর মাসে যারিয়া শহরে সেনাবাহিনী যে শিয়াদের বিরুদ্ধে যে বর্বরতা চালিয়েছিল তা ঢাকতে এ পদক্ষেপ গৃহীত হচ্ছে।

এ্যামনেস্টির এ কর্মকর্তার ভাষ্যমতে, যারিয়া অঞ্চলে শিয়াদের উপর নাইজেরিয় সেনাবাহিনীর হামলায় শত শত ব্যক্তি প্রাণ হারায়।

গত ২ ডিসেম্বর এদেশের প্রখ্যাত শিয়া নেতা ও তার স্ত্রীকে মুক্তি দানের বিষয়ে আবুজা’র ফেডারেল সুপ্রিম কোর্ট রায় প্রদান করে।

শেইখ যাকযাকি ও তার স্ত্রীকে আটকে রাখার বিষয়টিকে অবৈধ ঘোষণা দিয়ে প্রদত্ত রায়ে তাদের নিঃশর্ত মুক্তির নির্দেশ দেয়া হয়েছিল। অথচ এখনো বিনা কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী দাবী করেছিল যে, যাকযাকিকে তার নিরাপত্তার কারণে আটকে রাখা হয়েছে।#3563307


captcha