IQNA

লন্ডনে কুরআন প্রশিক্ষকদের বিশেষ কোর্স

20:39 - January 22, 2017
সংবাদ: 2602411
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: ‘কুরআনের শব্দ পরিচিতি শেখানোর পদ্ধতি’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে।

আল-কাফিলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: হযরত আব্বাস (আ.) এর মাজার সংশ্লিষ্ট কুরআন বিষয়ক কেন্দ্রে লন্ডন শাখার উদ্যোগে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। ‘মুরশিদুল মুয়াল্লিম’ গ্রন্থের আলোকে ‘কুরআনের শব্দ পরিচিতি শেখানোর পদ্ধতি’ এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী নারী ও পুরুষ কুরআন প্রশিক্ষকদের উদ্দেশ্যে উপস্থাপন করা হবে।

হযরত আব্বাস (আ.) এর মাজার সংশ্লিষ্ট উলুমুল কুরআন কেন্দ্রের পরিচালক ‘শেইখ জিয়াউদ্দীন আল-যুবাইদি’ এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কে আল-যুবাইদি বলেন: লন্ডনের ‘নূর’ মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে। এতে আহলে বাইত (আ.) এর বাণীর আলোকে পবিত্র কুরআনের শব্দের সাথে পরিচিত করানো হচ্ছে।

তিনি বলেন: কোর্স শেষে এতে অংশগ্রহণকারীদেরকে হযরত আব্বাস (আ.) এর মাজার সংশ্লিষ্ট উলুমুল কুরআন কেন্দ্রের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে।#3565173


captcha