IQNA

19:56 - January 24, 2017
সংবাদ: 2602420
সাংস্কৃতিক ডেস্ক: চলতি বছর জাকার্তা এমন একটি জাদুঘর নির্মাণ করতে যাচ্ছে যা এ শহরে ইসলামি সভ্যতার প্রতিফলন ঘটাবে।

জাকার্তাপোস্টের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সে অবস্থিত লুভরে মিউজিয়াম অব ইসলামিক আর্টের সহযোগিতায় জাকার্তায় এ ইসলামি জাদুঘর নির্মিত হবে।

জাকার্তা ইসলামি কেন্দ্রের ইসলামি স্ট্যাডিজ বিষয়ক বিভাগের প্রধান আহমাদ শুদ্রী বলেছেন: এ জাদুঘরটি জাকার্তায় ইসলামি সভ্যতার প্রসার এবং ইন্দোনেশিয়ায় ইসলাম ধর্ম বিস্তারের বিষয়টি প্রতিফলিত করবে।

তিনি বলেন: এ প্রকল্পে ফ্রান্সে অবস্থিত লুভরে মিউজিয়াম অব ইসলামিক আর্টের সহযোগিতা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ মিউজিয়াম ব্যবস্থাপনায় তাদের অভিজ্ঞতা অনেক দিনের।

তিনি আরও বলেন: জাকার্তা ইসলামি জাদুঘর, চলতি বছরের শেষ নাগাদ এ শহরের উত্তরে নির্মিত হবে।#3566249


নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: