IQNA

‘পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করতে চায় না ভারত’

23:08 - February 21, 2017
1
সংবাদ: 2602586
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করতে রাজী নয় ভারত। ভারতের সংসদে এ ধরণের ঘোষণা দেয়ার দাবি জানিয়ে একটি বিল উত্থাপন করেছেন স্বতন্ত্র এক সংসদ সদস্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা অনুমোদন না দেয়ার জন্য দেশটির সংসদ সচিবালয়ে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে।
‘পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করতে চায় না ভারত’
বার্তা সংস্থা ইকনা: ভারতীয় সংসদের স্বতন্ত্র সদস্য রাজীব চন্দ্রশেখর এ বিল উত্থাপন করেছেন। চলতি মাসের ৩ তারিখে তা আলোচনার জন্য তোলা হয়েছিল। সন্ত্রাসকে সমর্থন দানকারী রাষ্ট্রের নাগরিকদের ওপর আইনগত, অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে বিলে।

অবশ্য সংসদ সচিবালয়ের কাছে লেখা চিঠিতে ভারতের  স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিলের বিরোধিতা করেছে। এতে বলা হয়েছে, জেনেভা কনভেনশনের ভিত্তিতে গড়ে ওঠা আন্তর্জাতিক সম্পর্ককে বিপদগ্রস্ত করবে এ বিল।

ভারতীয় শীর্ষ এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যমকে বলেন, হাই কমিশন এবং বাণিজ্য সম্পর্কসহ প্রতিবেশী দেশটির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ভারত আন্তর্জাতিক আইন মানতে বাধ্য উল্লেখ করে তিনি আরো বলেন, কোনো দেশকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা করা ভারতের জন্য উচিত হবে না।

অবশ্য, সন্ত্রাসী হামলাকে পাকিস্তান সমর্থন দেয় বলে অভিযোগ করা সত্ত্বেও নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এমন কি কারগিল যুদ্ধ এবং অপারেশন পরাক্রম নামে পরিচিত ২০০১-২ সালে কাশ্মির সীমান্তে যুদ্ধের পুরো প্রস্তুতি নিয়ে  ভারতীয় সেনা মোতায়েনের সময়ও এ সম্পর্ক বজায় ছিল।
পার্সটুডে
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
gboshfxs
0
0
20
captcha