IQNA

প্রথম ওয়াক্তে নামাজ আদায়ের জন্য দোহার রাস্তায় অভিনব ব্যবস্থা

23:22 - February 22, 2017
1
সংবাদ: 2602587
আন্তর্জাতিক ডেস্ক: মুসল্লিদের প্রথম ওয়াক্তে নামাজ আদায়ের জন্য কাতারের 'রাফ' দাতব্য ইন্সটিটিউটের অন্তর্গত 'হায়াতু জাদিদা' ফুটপাত এবং পার্কে জায়নামাজের ব্যবস্থা করেছে।
প্রথম ওয়াক্তে নামাজ আদায়ের জন্য দোহার রাস্তায় অভিনব ব্যবস্থা

বার্তা সংস্থা ইকনা: মুসল্লিদের প্রথম ওয়াক্তে নামাজ আদায়ের জন্য জায়নামাজ গুলো সংরক্ষণের জন্য রাস্তার পাশে লোহার বাক্সে নির্মাণ করা হয়েছে। এই বাক্সে গোলা করে এই জায়নামাজগুল সংরক্ষণ করা হচ্ছে।

লোহার বাক্সে একটি হ্যান্ডেল রয়েছে। হ্যান্ডেলটি ঘুড়িয়ে বাক্সের মধ্য খেকে জায়নামাজ বের করতে হয় এবং নামাজ শেষ ঐ হ্যান্ডেল ঘুড়িয়ে জায়নামাজ ভিতরে প্রবেশ করাতে হয়।

কাতারের রাজধানী দোহার বিভিন্ন রাস্তার পাশে এবং পার্কে এই সুব্যবস্থা করা হয়েছে।

প্রথম ওয়াক্তে নামাজ এবং জামায়াত সহকারে নামাজ আদায়ের গুরুত্বের ওপর দৃষ্টিপাত করে কর্তৃপক্ষ এই ব্যবস্থা করেছে।

বাক্স এবং জায়নামাজ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য দক্ষ কর্মী নিয়োগ করা হয়েছে।

iqna



প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
lkgowfpr
0
0
20
captcha