IQNA

রাখাইনে রোহিঙ্গাদের মাঝে খাদ্য বিতরণ

5:18 - February 23, 2017
1
সংবাদ: 2602596
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু শহরের উত্তরে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে খাদ্য বিতরণ করছে ‘আল-হায়াত দাতব্য সংস্থা’।

আরাকানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আল-হায়াত দাতব্য সংস্থার পরিচালক আব্দুল আযিয বিন মিরদাহ এ সম্পর্কে জানিয়েছেন: মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের মাঝে খাদ্য বিতরণের লক্ষ্যে ভ্রাম্যমান একটি কিচেন চালু করার মধ্য দিয়ে এ প্রকল্পের কাজ শুরু হয়।

তিনি বলেন: গত ৩০ নভেম্বর ২০১৬ এ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় এ নাগাদ মংডু’র উত্তরাঞ্চলীয় ১৭টি গ্রামে ৮৩৬৭ জন নারী, পুরুষ ও শিশুর মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

তার সংযোজন: মহান আল্লাহর অশেষ কৃপায় এবং মিয়ানমারের বাইরে অবস্থানরত রোহিঙ্গা মুসলমানদের চেষ্টায় এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। রাখাইন রাজ্যে নিরাপত্তা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ কর্মসূচীতে অংশগ্রহণকারী এক শরণার্থী বলেন: এমন সংকটপূর্ণ মুহূর্তে এ পদক্ষেপ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অনেক শিশু ভোরে ঘুম থেকে উঠেই খাবার রান্না হওয়ার অপেক্ষায় বসে পড়ে। সকালের জন্য যে মাংস এবং ভাত রান্না হয় তারা পরম তৃপ্তির সাথে খেয়ে নেয়।

রোহিঙ্গা মুসলমানদের জন্য খাদ্য, বস্ত্র ও ঔষধ প্রেরণের জন্য তিনি বিশ্বের মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন।#3577161


প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
khhwrheg
0
0
20
captcha