IQNA

ইমাম মাহদীর(আ.) অনুসারীরা নামাজ ও কুরআনের মাধ্যমে শয়তানকে দূর করে

19:15 - February 23, 2017
সংবাদ: 2602598
আন্তর্জাতিকি ডেস্ক: ইমাম মাহদীর প্রকৃত অনুসারী এবং প্রতীক্ষাকারীরা নামাজ কায়েম এবং কুরআন তিলাওয়াত করার মাধ্যমে শয়তানকে বিতাড়িত করে।
ইমাম মাহদীর(আ.) অনুসারীরা নামাজ ও কুরআনের মাধ্যমে শয়তানকে দূর করে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম মোল্লাই বলেন, মানুষকে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌছাতে হলে চারটি সম্পর্ক স্থাপন করতে হবে, ১- আল্লাহর সাথে, ২-নিজের সাথে, ৩-অন্য সকল মানুষের সাথে এবং ৪- সকল সৃষ্টির সাথে।

ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদের জন্য মূল যে সম্পর্কটি স্থাপন করতে হবে তা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। বাকি তিনটি সম্পর্ক হচ্ছে আল্লাহকে কেন্দ্র করেই।

আলী(আ.)বলেছেন: «مَنْ أَصْلَحَ مَا بَيْنَهُ وَ بَيْنَ اللَّهِ أَصْلَحَ اللَّهُ مَا بَيْنَهُ وَ بَيْنَ النَّاسِ؛  যদি মানুষ আল্লাহর সাথে নিজের সম্পর্ককে মজবুত করতে পারে তাহলে আল্লাহ অন্য সবার সাথে তার সম্পর্ককে ঠিক করে দিবেন।

ইমাম মাহদীর আবির্ভাবের পর আল্লাহর সাথে মানুষের সম্পর্কের উন্নতি ঘটবে। সুতরাং আমাদের উচিত সকল বিষয়ে আল্লাহর সাথে সম্পর্ক সঠিক করা।

মোল্লাই বলেন: আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন দুভাবে অর্জিত হয়। প্রথম হচ্ছে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক আল দ্বিতীয় হচ্ছে আল্লাহর ওলিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক।

ইমাম মাহদীর অনুসারীদের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে কুরআন তিলাওয়াত করা। মহানবী(সা.) বলেছেন: যখন বিপদ তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে তখন তোমরা কুরআন তিলাওয়াত করবে।
শাবিস্তান
captcha