IQNA

আমেরিকার বাজারে "হ্যালো হিজাব" পুতুল

23:44 - March 16, 2017
সংবাদ: 2602725
আন্তর্জাতিক ডেস্ক: "হ্যালো হিজাব" নামক হিজাবী পুতুল অতি শীঘ্রই আমেরিকার বাজারে আসছে।
আমেরিকার বাজারে

বার্তা সংস্থা ইকনা: ১ম মে এই হিজাবী পুতুল আমেরিকার বাজারে পাওয়া যাবে। এই পুতুলের দাম ৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

'কিজার বারটু ফাটরিমিন' এবং 'সাফা বুখারী' হ্যালো হিজাব পুতুলটির ডিজাইন করেছেন।

পেনসিলভ্যানিয়া রাজ্যের বারাডুক শহরের মেয়রের স্ত্রীয় "কিজার বারটু" এবং আমেরিকায় বসবাসকৃত মুসলিম নারী "সাফা বুখারি" গবেষণা করে দেখেছেন সেদেশের মুসলিম মেয়েদের জন্য কোন ইসলামি পুতুল নেই। এ জন্য তারা পুতুলের জন্য ধর্মীয় পোশাক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে কিজার বারটু বলেন: মুসলিম অভিবাসীরা যখন আমেরিকায় আসে, তাদেরকে তখন সকলে স্বাগত জানায় না। এটা অনেক বেদনাদায়ক ব্যাপার। অভিবাসীদের মধ্যের যেসকল শিশু রয়েছে তাদের কাছে কোন পুতুল নেই।

তিনি বলেন: যদি মুসলিম শিশুরা অমুসলিম শিশুদের সাথে হিজাবী পুতুল নিয়ে খেলা করে তাহলে তাদের মধ্যে হিজাব সম্পর্কে ধারণা আসবে এবং তখন হিজাবী নারীদের দেখলে অমুসলিমদের ভালো ধারণা আসবে।

কিজার বারটু আরও বলেন: আমদের এই প্রকল্পটি মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে অমুসলিমদের শত্রুতাপূর্ণ ব্যবহার দুর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ, আগামী ১ম মে ৬ ডলার মূল্যে "হ্যালো হিজাব" পুতুলটি আমেরিকার বাজারে প্রবেশ করার কথা রয়েছে। সূত্র: usnews

iqna



captcha