IQNA

বসন্ত এবং ইমাম মাহদীর রাষ্ট্রের সাদৃশ্য

23:16 - March 25, 2017
সংবাদ: 2602778
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, ইমাম মাহদীর রাষ্ট্রে কারও অন্তরে শত্রুতা থাকবে না, সবাই সবার ভাই ও বন্ধু হিসাবে মিলেমিশে থাকবে। যেভাবে বসন্তে চারিদিক সবুজ শ্যামল হয়ে ওঠে।

বার্তা সংস্থা ইকনা:  আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, ইমাম আলী (আ.) বলেছেন: যখন আমাদের কায়েম কিয়াম করবেন ,সবার মন থেকে হিংসা ও বিদ্বেষ দূরীভূত হবে।  « اذا قام قائمنا... لذهبت الشحناء من قلوب العباد؛

তখন হিংসা-বিদ্বেষের আর কোন অজুহাত থাকবে না। কেননা ,তখন সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং কারো অধিকার পয়মাল হবে না ,সকলেই বিবেকের সাথে চলবে ,কামনা-বাসনার সাথে নয়। সুতরাং হিংসা-বিদ্বেষের আর কোনো পথই অবশিষ্ট থাকবে না। এভাবে প্রত্যেকেই আন্তরিক ও ঐক্যবদ্ধভাবে জীবন-যাপন করবে এবং কুরআনী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

ইমাম জাফর সাদিক (আ.) এ সম্পর্কে বলেছেন: সে সময় আল্লাহ সবার মধ্যে ঐক্য ও আন্তরিকতা দান করবেন।

কোন আশ্চর্যের বিষয় নয় যে ,আল্লাহ যদি চান তাহলে সবই সম্ভব। আল্লাহর ইচ্ছাতেই বর্তমান সমাজের এই অনৈক্য ও হিংসা-বিদ্বেষ দূর হয়ে ঐক্য ও ভ্রাতৃত্ব গড়ে উঠবে।

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: আমাদের কায়েম কিয়াম করলে প্রকৃত বন্ধুত্ব ও সঠিক আন্তরিকতা প্রতিষ্ঠিত হবে। তখন প্রয়োজনে একজন অন্য জনের পকেট থেকে প্রয়োজনীয় টাকা নিতে পারবে এবং সে তাতে কোন বাধা দিবে না।

মহানবী(সা.) বলেছেন: সে দিন সবার মন থেকে হিংসা ও বিদ্বেষ দূরীভূত হবে। «ویرفع الشحناء و التباغض: সূত্র: shabestan
captcha